ক্ষুদ্র ঋন ( গোষ্ঠীর প্রত্যক্ষ ঋন )

আবেদন এন্ট্রি নির্দেশিকা

অবতরণিকা :

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উনন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের কুশলতা কাজে লাগিয়ে তাদের আর্থিক উন্নয়নের জন্য , ক্ষুদ্র ঋন দিয়ে থাকে। প্রজেক্ট অনুযায়ী সদস্যাপিছু 25,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋন দেওয়া হয়।

গোষ্ঠী ঋণের যোগ্যতা :

  • মহিলা সদস্যদের গোষ্ঠীই একমাত্র বিবেচ্য।
  • গোষ্ঠীর সদস্য সংখ্যা 10 থেকে 20 জন।
  • গোষ্ঠীর প্রত্যেক সদস্য অবশ্যই প্রাপ্ত বয়স্ক হবেন এবং শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হবেন।
  • গোষ্ঠীর সদস্যদের কমপক্ষে 70% শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের হবেন।
  • গোষ্ঠী আনন্দধারার অন্তর্ভুক্ত হবে এবং NRLM -ID থাকতে হবে।
  • গোষ্ঠীর নামে ব্যাঙ্কে সেভিংস একাউন্ট থাকতে হবে।
  • প্রতি সদস্যর বার্ষিক পারিবারিক আয় শহরাঞ্চলে 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে।

ঋণের পরিমান :

  • প্রজেক্ট রিপোর্ট অনুযায়ী গোষ্ঠীর সদস্য পিছু 1 লক্ষ টাকা পর্যন্ত।
  • WBMDFC থেকে প্রাপ্ত ঋন যারা ঠিকমতো পরিশোধ করেছেন সেই সমস্ত গোষ্ঠী রিফাইনান্সের জন্য দরখাস্ত করতে পারবেন।রিফাইনান্স ঋন অনুমোদন সম্পূর্ণ ভাবে WBMDFC এর উপর নির্ভরশীল।চলতি ঋন শুধুমাত্র পরিশোধ সাপেক্ষে রিফাইনান্স ঋণের অধিকারের আওতায় পড়ে না।

ঋনে সুদের হার :

  • বার্ষিক ৭% হারে

ডকুমেন্ট আপলোডিং এর জন্য প্রয়োজন :

  • গ্রুপ ফটোগ্রাফ সকল সদস্যর সম্মিলিত ছবি পোস্ট কার্ড সাইজের মুখে মাস্ক বিহীন।
  • রেজুলিউশনের কপি গোষ্ঠী গঠনের বিবরণ ও WBMDFC থেকে প্রার্থিত ঋণের পরিমান সহ।
  • গোষ্ঠীর ব্যাঙ্ক একাউন্টের ১ম পৃষ্ঠার ছবি যেখানে ব্যাঙ্ক ও গোষ্ঠীর বিবরণ থাকে।
  • সকল সদস্যের আধার কার্ড।

দরখাস্ত করার সময়ে যে সমস্ত ডকুমেন্টের বিবরণী আবশ্যক :

  • দলনেত্রীর মোবাইলের নম্বর , OTP পাওয়ার জন্য
  • ব্যাঙ্কে নিবন্ধিভুত বানান সহ গোষ্ঠীর নাম (ইংরেজি)
  • গোষ্ঠীর সম্পূর্ণ ঠিকানা -জিলা/মহকুমা/ব্লক/মিউনিসিপালিটি/গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সংখ্যা /গ্রাম /রাস্তা /থানা /পোস্ট অফিস /পিন কোড
  • গোষ্ঠীর NRLM-ID এবং ধরণ
  • গোষ্ঠীর রেজিস্টার ও রেকর্ড /রেজুলিউশন বই /ঋন বই /ক্যাশ বই /সেভিংস বই
  • ব্যাঙ্কের বিবরণী /ব্যাঙ্কের নাম /শাখার নাম /IFSC CODE/গোষ্ঠীর একাউন্ট নাম্বার /অনুমোদিত সাক্ষর কারীদের নাম
  • NACH ম্যান্ডেট অনুযায়ী বিবরণী
দরখাস্ত জমা:

ঠিক মতো(অনলাইন)পূরণ হলে APPLICATION- ID তৈরী হবে এবং ঐ সংখ্যা ভবিষ্যতে দরখাস্তের সর্বশেষ পরিস্থিতি জানতে সহায়ক হবে ।



Apply Here Download Meeting Resolution Track Loan Application